ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?

মুনীর চৌধুরী

হাসান হাফিজুর রহমান

শামসুর রাহমান

গাজীউল হক


Description (বিবরণ) :

প্রশ্ন: ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?

ব্যাখ্যা:

ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সংকলন 'একুশে ফেব্রুয়ারী' - এর সম্পাদক হাসান হাফিজুর রহমান। ভাষা আন্দোলনভিত্তিক প্রথম নাটক 'কবর' - এর রচয়িতা মুনীর চৌধুরী । ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ভাষাসৈনিক হিসেবে পরিচিত গাজীউল হক। কবি শামসুর রাহমার তার সাংবাদিকতা শুরু করেন ১৯৫৭ সালে ইংরেজি দৈনিক 'দ্য মর্নিং নিউজ' এর সহসম্পাদক হিসেবে। পরবর্তী সময়ে তিনি 'দৈনিক বাংলা' এবং 'সাপ্তাহিক বিচিত্রা'র সম্পাদকের দায়িত্ব পালন করেন।


Related Question

"আনারস" এবং "চাবি" শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে---

পর্তুগিজ ভাষা থেকে

আরবি ভাষা থেকে

দেশী ভাষা থেকে

ওলন্দাজ ভাষা থেকে

'ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে কালি পড়ে' বলেছেনঃ

রবীন্দ্রনাথে ঠাকুর

প্রমথ চৌধুরী

মীর মোশাররফ হোসেন

ড. মুহাম্মদ শহীদুল্লাহ

সমাস ভাষাকে ------

সংক্ষেপ করে

বিস্তৃত করে

ভাষারূপ ক্ষুণ্ন করে

অর্থবোধক করে

'মোদের গরব, মোদের আশা/আ-মরি বাংলা ভাষা' রচিয়তা -------

রামনিধি গুপ্ত

রবীন্দ্রনাথ ঠাকুর

অতুল প্রসাদ সেন

সত্যেন্দ্রনাথ দত্ত

বাংলাভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে -----

চাকু, চাকর

খদ্দর, হরতাল

চা, চিনি

রিকশা, রেস্তোঁরা

কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালাহ নামে?

ফখরুউদ্দিন মোবারক শাহ

শামসুদ্দিন ইলিয়াস শাহ্‌

জালালুদ্দিন মুহাম্মদ আকবর

ঈসা খান