কোনটি বিশেষণবাচক পদ?

জীবাণু

জীবিকা

জীবনী

জীবন


Description (বিবরণ) :

প্রশ্ন: কোনটি বিশেষণবাচক পদ?

ব্যাখ্যা:

বিশেষণ বাচক পদ: জীবনী। কারণ,

যে পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে। "জীবন" শব্দটি বিশেষ্য পদ আর জীবনকে বিশেষিত করলে পাওয়া যায় "জীবনী "। তাই সঠিক উত্তর: জীবনী।


Related Question

শুদ্ধ বানান কোনটি?

মূমুর্ষু

মুমূর্ষু

মূমুর্ষ

মুমূর্ষ

গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি?

শবপোড়া

মড়াদাহ

শবদাহ

শবমড়া

'উভয়কূল রক্ষা' অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?

কারো পৌষ মাস, কারো সর্বনাশ

চাল না চুলো, ঢেঁকী না কুলো

সাপও মরে, লাঠিও না ভাঙ্গে

বোঝার উপর, শাকের আঁটি

শুদ্ধ বাক্য কোনটি?

দুর্বলবশত অনাথিনী বসে পড়ল

দুর্বলতাবশতঃ অনাথিনী বসে পড়ল

দুর্বলতাবশত অনাথা বসে পড়ল

দুর্বলবশত অনাথা বসে পড়ল

কোনটি তদ্ভব শব্দ ?

চাঁদ

সূর্য

নক্ষত্র

গগন

নিচের কোনটি সঠিক?

বিদ্রোহী-কাব্য গ্রন্থ

শেষের কবিতা-নাট্য গ্রন্থ

বিষবৃক্ষ-উপন্যাস

নৌকা ডুবি-গল্প গ্রন্থ