'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়'-কে লিখেছেন ?
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
তারাশংকর বন্দ্যোপাধায়
শরৎচন্দ্র চ্ট্টোপাধ্যায়
মধুসূদন দত্ত
Description (বিবরণ) :
প্রশ্ন: 'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়'-কে লিখেছেন ?
ব্যাখ্যা:
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় মূলত স্বদেশপ্রেমিক কবিরূপে বিখ্যাত। তাঁর রচিত কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য পদ্মিনী উপাখ্যান, কর্মদেবী এবং শূরসুন্দরী। টডের অ্যানাল্স্ অফ রাজস্থান থেকে কাহিনীর অংশ নিয়ে তিনি পদ্মিনী উপাখ্যান রচনা করেন। তাঁর মৃত্যুর পর স্বদেশী যুগের বিপ্লবীদের মধ্যে পদ্মিনী উপাখ্যানের অংশ -
“ | স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় |
” |
Related Question
'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়' চরণটি কার রচনা?
ঈশ্বরচন্দ্র গুপ্ত
মধুসূদন দত্ত
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল?
২৬ মার্চ, ১৯৭১
১০ এপ্রিল, ১৯৭১
৬ সেপ্টেম্বর, ১৯৭১
১০ নভেম্বর, ১৯৭১
স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশের কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
৯ টি
১০ টি
১১ টি
১২ টি
স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীন ছিল?
ব্রিটেন
ফ্রান্স
অস্ট্রেলিয়া
নিউজিল্যান্ড
স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ কতগুলো সেক্টরে বিভক্ত ছিল?
১৯টি
৯টি
৮টি
১১টি