'মোদের গরব মোদের আশা' কে লিখেছেন?

অতুলপ্রসাদ সেন

রজনীকান্ত সেন

সত্যেন্দ্যনাথ দত্ত

রবীন্দ্রনাথ ঠাকুর


Description (বিবরণ) :

প্রশ্ন: 'মোদের গরব মোদের আশা' কে লিখেছেন?

ব্যাখ্যা:

অতুলপ্রসাদ বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তক। তিনিই প্রথম বাংলায় গজল রচনা করেন। তার রচিত বাংলা গজলের সংখ্যা ৬ - ৭টি। গীতিগুঞ্জ (১৯৩১) গ্রন্থে তার সমুদয় গান সংকলিত হয়। এই গ্রন্থের সর্বশেষ সংস্করণে (১৯৫৭) অনেকগুলি অপ্রকাশিত গান প্রকাশিত হয়। অতুলপ্রসাদের গানের সংখ্যা ২০৮। অতুলপ্রসাদ সেনের কয়েকটি বিখ্যাত গান হল মিছে তুই ভাবিস মন, সবারে বাস রে ভালো, বঁধুয়া, নিঁদ নাহি আঁখিপাতে, একা মোর গানের তরী, কে আবার বাজায় বাঁশি, ক্রন্দসী পথচারিণী ইত্যাদি। তার রচিত দেশাত্মবোধক গানগুলির মধ্যে প্রসিদ্ধ উঠ গো ভারত - লক্ষ্মী, বলো বলো বলো সবে, হও ধরমেতে ধীর। তার মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা! গানটি বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিশেষ অণুপ্রেরণা জুগিয়েছিল। অতুলপ্রসাদের গানগুলি দেবতা, প্রকৃতি, স্বদেশ, মানববিবিধ নামে পাঁচটি পর্যায়ে বিভক্ত। রবীন্দ্রনাথ ঠাকুর এই গানের বিশেষ গুণগ্রাহী ছিলেন। অতুলপ্রসাদী গান নামে পরিচিত এই ধারার একজন বিশিষ্ট সঙ্গীতশিল্পী হলেন কৃষ্ণা চট্টোপাধ্যায়


Related Question

'মোদের গরব, মোদের আশা/আ-মরি বাংলা ভাষা' রচিয়তা -------

রামনিধি গুপ্ত

রবীন্দ্রনাথ ঠাকুর

অতুল প্রসাদ সেন

সত্যেন্দ্রনাথ দত্ত

'মোদের গরব মোদের আশা আ- মরি বাংলা ভাষা' - এর রচয়িতা কে ?

রামনিধি গুপ্ত

রবীন্দ্রনাথ ঠাকুর

অতুলপ্রসাদ সেন

সত্যেন্দ্রনাথ ডট

‘মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা।’ চরণটির রচয়িতা কে?

অতুল প্রসাদ সেন

শামসুর রাহমান

মুকুন্দরাম

কবি সুফিয়া কামাল

'মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা' - এর রচয়িতা কে?

রবীন্দ্রনাথ ঠাকুর

সত্যেন্দনাথ দত্ত

অতুলপ্রসাদ সেন

রামনিধি গুপ্ত

‘মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা’- এর রচয়িতা কে?

সুফিয়া কামাল

রবীন্দ্রনাথ ঠাকুর

রামনিধি গুপ্ত

অতুল প্রসাদ সেন

“মোদের গরব মোদের আশা আ’মরি বাংলা ভাষা”- রচিয়তা কে?

দ্বিজেন্দ্রলাল রায়

রজনীকান্ত সেন

অতুল প্রসাদ

সজনী কান্ত