'জীবন থেকে নেয়া ' চলচ্চিত্রটির পরিচালক কে?

আমজাদ হোসেন

আলমগীর

জহির রায়হান

সুভাষ দত্ত


Description (বিবরণ) :

প্রশ্ন: 'জীবন থেকে নেয়া ' চলচ্চিত্রটির পরিচালক কে?

ব্যাখ্যা: জহির রায়হানের আসল নাম মোহাম্মদ জহিরুল্লাহ্ । একজন ছোটগল্পকার , ঔপন্যাসিক ও চলিচ্চিত্রকার হিসেবে জহির রায়হান খ্যাতি অর্জন করেন। তার পরিচালিত চলচ্চিত্র : সোনার কাজল, কাঁচের দেয়াল, বাহানা বেহুলা, আনোয়ারা , সঙ্গম, জীবন থেকে নেওয়া । তার রচিত উপন্যাস : হাজার বছর ধরে, আরেক ফাল্গুন , বরফ গলা নদী, শেষ বিকেলের মেয়ে, আর কত দিন, কয়েকটি মৃত্যু ,তৃষ্ণা।


Related Question

'জীবন থেকে নেয়া' ছবিটির পরিচালক কে?

সত্যজিৎ রায়

জহির রায়হান

চাষী নজরুল ইসলাম

তানভীন মোকাম্মেল

' জীবন থেকে নেয়া' , 'স্টপ জেনোসাইড' , 'লেট দেয়ার বি লাইট' কার লেখা ?

জহির রায়হান

শামসুর রাহমান

সৈয়দ মুজতবা আলী

সৈয়দ ওয়ালীউলাহ

কোনটিই নয়

‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রের পরিচালক কে ?

চাষী নজরুল ইসলাম

আলমগীর কবির

জহির রায়হান

সুভাষ দত্ত