হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছেন-

তিব্বত, নেপাল

ভূটান, সিকিম

কাশী, বেনারস

বোম্বে, জয়পুর


Description (বিবরণ) :

প্রশ্ন: হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছেন-

ব্যাখ্যা:

মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী (৬ ডিসেম্বর, ১৮৫৩ – ১৭ নভেম্বর, ১৯৩১) ছিলেন বিখ্যাত বাঙালি ভারততত্ত্ববিদ, সংস্কৃত বিশারদ, সংরক্ষণবিদ ও বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা। তার আসল নাম ছিল হরপ্রসাদ ভট্টাচার্য। তিনি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদের আবিষ্কর্তা। তিনি সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিতম্ বা রামচরিতমানস পুঁথির সংগ্রাহক।


Related Question

হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদি কবি মনে করেন?

লুই পা

কাহ্ন পা

ভুসুক পা

টেন্টন পা

হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কী

পণ্ডিত

বিদ্যাসাগর

শাস্ত্রজ্ঞ

মহামহোপাধ্যায়

হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন?

নেপালের রাজদরবার

ভারতের গ্রন্থাগার

শ্রীলঙ্কার গ্রন্থাগার

চীনের রাজদরবার