হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কী
পণ্ডিত
বিদ্যাসাগর
শাস্ত্রজ্ঞ
মহামহোপাধ্যায়
Description (বিবরণ) :
প্রশ্ন: হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কী
ব্যাখ্যা:
মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ছিলেন বিখ্যাত বাঙালি ভারততত্ত্ববিদ, সংস্কৃত বিশারদ, সংরক্ষণবিদ ও বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা। তার আসল নাম ছিল হরপ্রসাদ ভট্টাচার্য। তিনি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদের আবিষ্কর্তা। তিনি সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিতম্ বা রামচরিতমানস পুঁথির সংগ্রাহক।
জন্ম: ৬ ডিসেম্বর, ১৮৫৩, নৈহাটি, কলকাতা, ভারত
মারা গেছেন: ১৭ নভেম্বর, ১৯৩১, কলকাতা, ভারত
বিষয়: পুঁথি সংগ্রাহক
ধরন: ঔপন্যাসিক
উল্লেখযোগ্য রচনাবলি: বাল্মীকির জয়, মেঘদূত ব্যাখ্যা, বেণের মেয়ে, কাঞ্চনমালা, সচিত্র রামায়ণ, প্রাচীন বাংলার গৌরব, বৌদ্ধধর্ম ।
শিক্ষা: সংস্কৃত কলেজ (১৮৭৭), সংস্কৃত কলেজ এবং বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়।
সূত্রঃ উইকিপিডিয়া
Related Question
হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছেন-
তিব্বত, নেপাল
ভূটান, সিকিম
কাশী, বেনারস
বোম্বে, জয়পুর
হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদি কবি মনে করেন?
লুই পা
কাহ্ন পা
ভুসুক পা
টেন্টন পা
হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন?
নেপালের রাজদরবার
ভারতের গ্রন্থাগার
শ্রীলঙ্কার গ্রন্থাগার
চীনের রাজদরবার