শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাক, কারণ__

সরকারি নির্দেশ

দূর থেকে চোখে পড়বে বলে

তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য

দেখতে সুন্দর লাগে


Description (বিবরণ) :

প্রশ্ন: শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাক, কারণ__

ব্যাখ্যা:

সাদা কাপড় তাপ বিকিরণ করে অথচ রঙ্গীণ কাপড় তাপ শোষণ করে । মূলতঃ তাপ থেকে বাঁচতেই সাদা কাপড় পড়ে।


Related Question

শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো-----

লাল-সবুজ-হলুদ-লাল-সবুজ

লাল-হলুদ-সবুজ-লাল-হলুদ

লাল-হলুদ-সবুজ- হলুদ -লাল

লাল-হলুদ-লাল-সবুজ-হলুদ

শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে কারণ -----

সরকারি নির্দেশ

দূর থেকে চোখে পড়বে বলে

তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য

দেখতে সুন্দর লাগে

শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে , তা হলো

লাল-সবুজ-হলুদ-লাল-সবুজ

লাল-হলুদ-সবুজ-লাল-হলুদ

লাল- হলুদ - সবুজ-হলুদ-লাল

লাল-হলুদ-লাল-সবুজ-হলুদ