শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো-----
লাল-সবুজ-হলুদ-লাল-সবুজ
লাল-হলুদ-সবুজ-লাল-হলুদ
লাল-হলুদ-সবুজ- হলুদ -লাল
লাল-হলুদ-লাল-সবুজ-হলুদ
Description (বিবরণ) :
প্রশ্ন: শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো-----
ব্যাখ্যা:
রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক বাতির সংকেত। লাল বাতি জ্বলতে দেখে গাড়িগুলো থামে। হলুদ বাতি দেখলে অপেক্ষা করে। আল জ্বলন্ত সবুজ বাতি দেখে অবাধে এগিয়ে চলে। লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। তাই এটা অনেক দূর থেকেও দেখা যায়। সেই বিবেচনায় লাল অন্যান্য রঙের তুলনায় এগিয়ে। হলুদ রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য লালের চেয়ে কিছুটা কম, তবে সবুজের মতো এতটা কম নয়, সে কারণেই এটি বেছে নেওয়া হয়েছে।
Related Question
শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে কারণ -----
সরকারি নির্দেশ
দূর থেকে চোখে পড়বে বলে
তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য
দেখতে সুন্দর লাগে
শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাক, কারণ__
সরকারি নির্দেশ
দূর থেকে চোখে পড়বে বলে
তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য
দেখতে সুন্দর লাগে
শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে , তা হলো
লাল-সবুজ-হলুদ-লাল-সবুজ
লাল-হলুদ-সবুজ-লাল-হলুদ
লাল- হলুদ - সবুজ-হলুদ-লাল
লাল-হলুদ-লাল-সবুজ-হলুদ