ভূ-পৃষ্ঠে প্রতি বর্গ ইঞ্চিতে স্বাভাবিক বায়ুমণ্ডলীর চাপ_

১৭.৭২ পাউন্ড

২২. ১৫ পাউন্ড

১৪.৭২ পাউন্ড

১২. ১৪ পাউন্ড


Description (বিবরণ) :

প্রশ্ন: ভূ-পৃষ্ঠে প্রতি বর্গ ইঞ্চিতে স্বাভাবিক বায়ুমণ্ডলীর চাপ_

ব্যাখ্যা:

বায়ু একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তা বায়ুর চাপ নামে পরিচিত।হাইগ্রোমিটারের সাহায্যে বায়ুর চাপ নির্ণয় করা হয়।পৃথিবীর বিভিন্ন স্থানে বায়ুর চাপ বিভিন্ন হয়।ভূপৃষ্ঠের প্রতি বর্গ ইঞ্চিতে স্বাভাবিক বায়ুমন্ডলীয় চাপ ১৪.৭২ পাউণ্ড এবং সমুদ্রপৃষ্ঠে প্রতি বর্গ সেমিতে বায়ুর চাপ ১০ নিউটন।আর স্বাভাবিক বায়ুমন্ডলীয় চাপ ৩৪ ফুটের বেশি উচ্চতায় পানি ধরে রাখতে পারে না।


Related Question

ভূ-পৃষ্ঠের উপরিভাগে জীবমন্ডলের ব্যাপ্তি কত?

প্রায় ৫ কি.মি.

প্রায় ৭ কি.মি.

প্রায় ১০ কি.মি.

প্রায় ১৫ কি.মি.

ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?

কপার

জিংক

অ্যালুমিনিয়াম

পারদ

ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?

অ্যালুমিনিয়াম

তামা

সীসা

দস্তা

ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?

কপার

এলুমিনিয়াম

জিংক

লৌহ