গঙ্গা ব্রহ্মপুত্র-মেঘনার সম্মিলিত অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত ?

১৪

৩৩


Description (বিবরণ) :

প্রশ্ন: গঙ্গা ব্রহ্মপুত্র-মেঘনার সম্মিলিত অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত ?

ব্যাখ্যা:

ভারতের আসামের দুটি প্রধান স্রোতধারা দিবাং ও লোহিত ‘ব্রহ্মপুত্র’ নামে ৭২৫ কি.মি. ভেতর দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে কুড়িগ্রামের মাজহিয়ালীতে বাংলাদেশে প্রবেশ করেছে ও আরো অগ্রসর হয়ে যমুনা নামে গোয়ালন্দের নিকট পদ্মা (গঙ্গা) নদীর সাথে মিশেছে। তবে ব্রহ্মপুত্রের মূল স্রোতধারাটি দেওয়ানগঞ্জের কাছে দিক পরিবর্তন করে ভৈরববাজারের নিকট মেঘনা নদীর সাথে মিশেছে। ব্রহ্মপুত্র - মেঘনা এ সম্মিলিত নদী অববাহিকার প্রায় ৩৩ শতাংশ বাংলাদেশে অবস্থিত।


Related Question

গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব ----

নেপালে জলাধার নির্মাণ

গঙ্গা-ব্রহ্মপুত্রের মধ্যে সংযোগ খাল খনন

বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা বাঁধ নির্মাণ

গঙ্গার শাখা নদীসমূহের পানি প্রবাহ বৃদ্ধি

কোন সালে ভারতের সাথে গঙ্গার পানি বণ্টনজনিত ৩০ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?

অক্টোবর ১৯৯৪

ডিসেম্বর ১৯৯৬

এপ্রিল ১৯৯৯

ফেব্রুয়ারি ২০০১

বুড়িগঙ্গা নদীর বাম তীরে অবস্থিত?

সদরঘাট

জিঞ্জিরা

চাঁদপুর

শরীয়তপুর