কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে?
অস্ট্রেলিয়া
কানাডা
ত্রিনিদাদ
সাইপ্রাস
Description (বিবরণ) :
প্রশ্ন: কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে?
ব্যাখ্যা:
কমনওয়েলথের অষ্ট্রেলিয়া দেশটি যুক্তরাজ্যের রাজা ও রানিকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করেন ।
যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধান রানী দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাজ্য ছাড়াও আরো ১৫টি কমনওয়েলথভুক্ত দেশের রাষ্ট্রপ্রধান । দেশগুলো হলো - অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, অস্ট্রেলিয়া, বাহামা, বার্বাডোস, বেলিজ, কানাডা, গ্রানাডা, জ্যামাইকা, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুশিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইন্স, সলোমন দ্বীপপুঞ্জ এবং ট্যুভালু ।
Related Question
কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে?
অস্ট্রেলিয়া
কানাডা
সাইপ্রাস
মরিসাস
কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ------
৪৮
৫০
৫২
৫৬
কমনওয়েলথের প্রধান কে?
আমেরিকার প্রেসিডেন্ট
ইংল্যান্ডের রানী
ভারতের প্রধানমন্ত্রী
জাতিসংঘের মহাসচিব
বাংলাদেশ কমনওয়েলথের
৩৪তম সদস্য
৩৩তম সদস্য
৩২তম সদস্য
৩১তম সদস্য
বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে--
১৭ এপ্রিল, ১৯৭১
১৮ এপ্রিল , ১৯৭২
১৯ এপ্রিল, ১৯৭৩
২০ এপ্রিল, ১৯৭৪
বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য?
৩০ তম
৩১ তম
৩২ তম
৩৩ তম