'ঔ' কোন ধরনের স্বরধ্বনি?
যৌগিক স্বরধ্বনি
তালব্য স্বরধ্বনি
মিলিত স্বরধ্বনি
কোনোটি নয়
Description (বিবরণ) :
প্রশ্ন: 'ঔ' কোন ধরনের স্বরধ্বনি?
ব্যাখ্যা: গঠনের বিচারে স্বরধ্বনি তিন প্রকার । যথা : ক. আনুনাসিক স্বরধ্বনি , খ. মৌলিক স্বরধ্বনি ও গ. দ্বিস্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি। পাশাপাশি অবস্থিত দুটি স্বরধ্বনির দ্রুত উচ্চারণের ফলে একটি যুক্ত স্বরধ্বনি বলে। একে সন্ধিস্বর বা দ্বিস্বরধ্বনিও বলা হয়। বাংলা বর্ণমালায় 'ঐ' এবং 'ঔ' - এ দুটি যৌগিক স্বরধ্বনি।
Related Question
'রাজলক্ষ্মী' চরিত্রর স্রষ্টা ঔপন্যাসিক -----
বঙ্কিমচন্দ্র
শরৎচন্দ্র
তারাশংকর
নজরুল ইসলাম
ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলো ----
অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা
ঔষধ শিল্পে দেশীয় কাঁচামালের ব্যবহার নিশ্চিত করা
ঔষধ শিল্পে দেশীয় শিল্পপতিদের অগ্রাধিকার দেয়া
বিদেশী শিল্পপতিদের দেশীয় কাঁচামাল ব্যবহারে বাধ্য করা
বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি হয় কোন দেশে?
যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্র
জাপান
ব্রাজিল
' সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা' ---এই বাক্যে ' ঔষধ' শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
কর্ম কারকে শূন্য
সম্প্রদানে সপ্তমী
অধিকরণে শূন্য
কর্তৃকারকে শূন্য
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি ?
মোতাহের হোসেন
ইসমাইল হোসেন সিরাজী
মীর মশাররফ হোসেন
ফররুখ আহমদ
দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে?
গাজারিয়া
গাজীপুর
সাভার
ভালুকা