সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?
রহু চণ্ডালের হাড়
কৈবর্ত খণ্ড
ফুল বউ
অলীক মানুষ
Description (বিবরণ) :
প্রশ্ন: সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?
ব্যাখ্যা: 'অলীক মানুষ' ভারতীয় বাঙালি লেখক সৈয়দ মুস্তফা সিরাজের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস । 'অলীক মানুষ' বলতে লেখক 'মিথিক্যাল ম্যান' বুঝিয়েছেন । উপন্যাসজুড়ে আছে দৃশ্যমান জগৎ ও অদৃশ্য জগতের দ্বন্দ্ব । বাস্তব - অলীকের সংঘাত - লৌকিক - অলৌকিকের মায়াবী আলো - আঁধারি জগৎ গতি ও বিপ্রতীপ গতির দ্বন্দ্ব দেখা যায় এই উপন্যাসে। সুদীর্ঘ প্রায় একশো বছরের দেশসমাজের নানা পরিবর্তনের ইতিহাস দেখা যায় একটি পরিবারকে কেন্দ্র করে। কখনো সলিটারি সেলে শফির আত্মকথন, কখনো বদিউজ্জামানের বয়ান। শফির ক্রমিক রুপান্তর। উপন্যাসের পর্বান্তরের মাঝে উনিশ - বিশ শতকের একটি পীর পরিবার, সামাজিক পটপরিবর্তন , মুসলমান সমাজ, ব্রাহ্মসমাজ ইত্যাদি সুন্দরভাবে চিত্রিত হয়েছে।
Related Question
সৈয়দ মুজতবা আলীর রচনা নয়-
পঞ্চতন্ত্র
পালামৌ
দেশে বিদেশে
চাচাকাহিনী
সৈয়দ শামসুল হকের লেখা নাটক কোনটি?
কবর
বহুব্রীহি
ওরা কদম আলী
পায়ের আওয়াজ পাওয়া যায়
অশোক সৈয়দ কার ছদ্মনাম?
আবদুল মান্নান সৈয়দ
সৈয়দ আজিজুল হক
আবু সয়ীদ আইয়ুব
সৈয়দ শামসুল হক
সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি?
পঞ্চতন্ত্র
কালান্তর
প্রবন্ধ সংগ্রহ
শাশ্বত বঙ্গ
কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা নয়?
লালসালু
অনেক সূর্যের আশা
কাঁদো নদী কাঁদো
চাঁদের অমাবস্যা