রবীন্দ্রনাথ ঠাকুরের ' গীতাঞ্জলি' কাব্য প্রকাশিত হয় কত সনে?

১৯১০

১৯১১

১৯১২

১৯১৩


Description (বিবরণ) :

প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুরের ' গীতাঞ্জলি' কাব্য প্রকাশিত হয় কত সনে?

ব্যাখ্যা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 'গীতাঞ্জলি' কাব্যের মাধ্যমে বাংলা সাহিত্যকে বিশ্ববাসীর নিকট পরিচিত করেন। কাব্যগ্রন্থটি ১৯০৮ ও ১৯০৯ সালে রচিত এবং ১৯১০ সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার 'গীতাঞ্জলি' কাব্য ও অন্যান্য কাব্যের কিছু কবিতা 'Song Offerings' নামে প্রকাশ করে ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান।


Related Question

'শেষের কবিতা' রবীন্দ্রনাথ রচিত-----

কবিতার নাম

গল্প সংকলনের নাম

উপন্যাসের নাম

কাব্য সংকলনের নাম

রবীন্দ্রনাথ নোবেল পুরষ্কার পান-

১৯১৩ সালে

১৯০১ সালে

১৯৩০ সালে

১৯৪১ সালে

রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুস্কারর লাভ করেন--

১৯০৫ সালে

১৯১৩ সালে

১৯২৩ সালে

১৯২৫ সালে