সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ঘড়ির মিনিটের কাঁটা ঘণ্টার কাঁটাকে কতবার অতিক্রম করবে?

১ বার

২ বার

৩ বার

৬০ বার


Description (বিবরণ) :

প্রশ্ন: সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ঘড়ির মিনিটের কাঁটা ঘণ্টার কাঁটাকে কতবার অতিক্রম করবে?

ব্যাখ্যা:

ঘড়ির মিনিটের কাঁটা ১২ টায় আসলে একটি নতুন ঘন্টা শুরু হয়। সেই হিসেবে ১১ টা অতিক্রম করে ১২ টায় আসলে ১১ টা বাজে। এখন ১১ টার পর মিনিটের কাটা যখন আবার ১২ টায় আসে তখন ১২ টা বাজে। তাহলে ১১ টার পর একবার ১২ টায় মিনিটের কাঁটা আসল ও ঘন্টার কাঁটার অতিক্রম করে যাবে। পুনরায় যখন ১২ টায় আসে ততক্ষণে ১ টা বেজে যায় তখন ঘন্টার কাঁটা ১ টার উপর থাকে বলে মিলিত হওয়ার আগেই ১ টা বেজে যায়।


Related Question

Find out the correct translation. সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।

It is raining from morning

It has been raining from morning

It has been drizzling since morning

It is drizzling since morning

What is the correct English translation of 'সকাল থেকে বৃষ্টি পড়ছে' ?

It rained since morning.

It has been raining since morning

It rains since morning.

It has rained since morning.

কোনো স্থানের সময় সকাল ১১টা হলে তার ৬ ডিগ্রি পশ্চিমের স্থানে সময় হবে-

১১টা ২৪ মিনিট

১১টা ১২ মিনিট

১০টা ৩৬ মিনিট

১০টা ৪৮ মিনিট

' সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি'----এই চরণদ্বয়ের লেখক ------

রবীন্দ্রনাথ ঠাকুর

কুসুমকুমারী দাস

মদনমোহন তর্কালঙ্কার

কৃষ্ণচন্দ্র মজুমদার

নিচের কোন কারণে মাছ সকালের দিকে পানির ওপর খাবি খায়?

প্লাংকটনের অভাব হলে

কার্বন ডাইঅক্সাইডের অভাব হলে

অক্সিজেনের অভাব হলে

পানি পরিস্কার হলে