সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে ---

১৩০

১৩১

১৩৭

১৪০


Description (বিবরণ) :

প্রশ্ন: সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে ---

ব্যাখ্যা: বাংলাদেশ সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠন সম্পর্কে বলা হয়েছে। ১৩০, ১৩১ ও ১৪০ অনুচ্ছেদে যথাক্রমে অস্থায়ী মহা হিসাব নিরীক্ষক, প্রজাতন্ত্রের হিসাবরক্ষার আকার ও পদ্ধতি এবং সরকারি কমূ কমিশনের দায়িত্ব সম্পর্কে আলােকপাত করা হয়েছে।


Related Question

সংবিধানের কোন অনুচ্ছেদে ' রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন' বলা আছে?

১০ নং অনুচ্ছেদে

২১ (২) নং অনুচ্ছেদে

২৭ নং অনুচ্ছেদে

২৮ (২) নং অনুচ্ছেদে

" সকল নাগরিক সমান" - বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?

২৭ অনুচ্ছেদ

২৮ অনুচ্ছেদ

২৯ অনুচ্ছেদ

৪৭ অনুচ্ছেদ