'অতি মেঘে অনাবৃষ্টি' প্রবচনটির অর্থ _

অকারণ অনাসৃষ্টি

অতি মেঘের কারণে বিপর্যয়

অতি বৃষ্টির বিড়ম্বনা

মেঘের আড়ম্বর হলেই বৃষ্টি হয় না


Description (বিবরণ) :

প্রশ্ন: 'অতি মেঘে অনাবৃষ্টি' প্রবচনটির অর্থ _

ব্যাখ্যা:

"অতি মেঘে অনাবৃষ্টি" - প্রবচনটির অর্থ - মেঘের আড়ম্বর হলেই বৃষ্টি হয় না বা সবসময় মেঘ থাকলে বৃষ্টি হবার সম্ভাবনা থাকে না।


Related Question

মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে -----

ওয়েভ গাইডের মধ্য দিয়ে

ভূমি ও আয়নোস্ফেয়ারের মধ্যে প্রতিফলন হতে হবে

বিশেষ ধরনের ক্যাবলের মধ্য দিয়ে

খোলামেলা জায়গার মধ্য দিয়ে সরল রেখায়

বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোলআলু । এ খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল -----

ইউরোপের হল্যান্ড থেকে

দক্ষিণ আমেরিকার পেরু-চিলি থেকে

আফ্রিকার মিশর থেকে

এশিয়ার থাইল্যান্ড

' যা সহজে অতিক্রম করা যায় না' --- এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?

অনতিক্রম্য

অলঙ্ঘ্য

দুরতিক্রম্য

দুর্গম

কোন সাঁতারু ইংলিশ চ্যানেল রেকর্ড সময়ে অতিক্রম করেন?

মার্ক স্পিৎজ

মাইকেল ফেল্‌পস্‌

ব্রজেন দাস

ক্যাপ্টেন হাফিজ

এশিয়ার দক্ষিণভাগ দিয়ে অতিক্রম কেরেছে-

মূল মধ্যরেখা

কর্কটক্রান্তি

বিষুব রেখা

মকরক্রান্তি