ত্রিভুজের একটি কোণ এর অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি---
সমকোণী
স্থুলকোণী
সমবাহু
সূক্ষ্মকোণী
Description (বিবরণ) :
প্রশ্ন: ত্রিভুজের একটি কোণ এর অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি---
ব্যাখ্যা:
যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা ৯০° তাকে সমকোণী ত্রিভুজ বলে।
সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর কোণ দুটি ৪৫° করে। যাদের সমষ্টি ৪৫ + ৪৫ = ৯০°, যা সমকোণের সমান।
Related Question
দুইটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুইটি সর্বসম নাও হতে পারে ?
দুইটি বাহু ও এককোণ
তিনটি বাহু
এক বাহু ও দুইটি কোণ
তিনটি কোণ
একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সে. মি. ছোট; কিন্তু অতিভুজ ভূমি অপক্ষে ২সে. মি. বড়। অতিভুজের দৈর্ঘ্য কত?
১০ সে. মি.
৮ সে. মি.
৪ সে. মি.
৬ সে. মি.
একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ ৩৫ডিগ্রি ও ৫৫ডিগ্রি। ত্রিভুজটি কোন ধরনের?
সমকোণী
সমবাহু
সমদ্বিবাহু
স্থুলকোণী
কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থকোণ তিনটির সমষ্টি কত?
১৮০ ডিগ্রি
১৫০ ডিগ্রি
২৭০ ডিগ্রি
৩৬০ ডিগ্রি
কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে?
৬ঃ ৫ঃ ৪
৩ঃ ৪ঃ ৫
১২ঃ ৮ঃ ৪
৬ঃ ৪ঃ ৩