'কবর' নাটকটির লেখক----

জসীমউদ্‌দীন

নজরুল ইসলাম

মুনীর চৌধুরী

দ্বিজেন্দ্রলাল রায়


Description (বিবরণ) :

প্রশ্ন: 'কবর' নাটকটির লেখক----

ব্যাখ্যা:

কবর নাটকটি লিখেছেন মুনীর চৌধুরী।নাটকটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষিতে রচিত। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকাকালীন ১৯৫৩ সালে প্রাবন্ধিক ও সাংবাদিক রণেশ দাশগুপ্তের অনুরোধে লেখেন নাটকটি কারাগারে বসে নাটকটি রচনা করেন। মুর্দা ফকির অন্যতম চরিত্র।

উল্লেখ্য যে, কবর কবিতা রচনা করেছেন  পল্লীকবি জসিমউদ্দীন ।  


Related Question

কবর নাটকটির রচয়িতা কে?

কবির চৌধুরী

মুনীর চৌধুরী

জসীমউদ্‌দীন

কাজী নজরুল ইসলাম

কবি আলাউদ্দিন

কবর নাটকটির রচয়িতা কে?

কবীর চৌধুরী

কাজী নজরুল ইসলাম

মুনীর চৌধুরী

জসীমউদ্‌দীন