বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত?

সন্ধ্যাভাষা

অধিভাষা

ব্রজবুলি

সংস্কৃত ভাষা


Description (বিবরণ) :

প্রশ্ন: বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত?

ব্যাখ্যা: ব্রজবুলি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্যভাষা বা উপভাষা। ব্রজবুলি মূলত এক ধরনের কৃত্রিম মিশ্রভাষা। মৈথিলি ও বাংলার মিশ্রিত রূপ হলো ব্রজবুলি ভাষা। মিথিলার কবি বিদ্যাপতি (আনু. ১৩৭৪ - ১৪৬০) এর উদ্ভাবক। তার পদের ভাব ও ভাষার অনুসরণে বাংলা, উড়িষ্যা ও আসামে পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে ব্রজবুলি ভাষার সৃষ্টি হয়।


Related Question

শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে?

ভাবরস

মধুর রস

প্রেমরস

লীলারস

”সই কেবা শুনাইল শ্যামনাম” পদটি কোন বৈষ্ণব কবির রচনা?

জ্ঞানদাস

গোবিন্দদাস

দ্বিজ চন্ডিদাস

বলরাম দাস

বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে?

চন্ডীদাস

বিদ্যাপতি

জ্ঞানদাস

আলাওল

”বৈষ্ণব পদাবলী” তে রস কত প্রকার?

পঞ্চ রস

ষষ্ঠ রস

সপ্ত রস

অষ্ট রস

বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি কে?

গোবিন্দ দাস

জ্ঞানদাস

চন্ডিদাস

বিদ্যাপতি