'পদ্মার পলিদ্বীপ' কার রচনা?

আবু ইসাহাক

জহির রায়হান

মাহবুবুল আলম

জাহানারা ইমাম


Description (বিবরণ) :

প্রশ্ন: 'পদ্মার পলিদ্বীপ' কার রচনা?

ব্যাখ্যা: আবু ইসহাক(ইংরেজি: Abu Ishak) (জন্ম: ১ নভেম্বর, ১৯২৬ (১৫ কার্তিক, ১৩৩৩ বাংলা) তৎকালীন মাদারিপুর (বর্তমান শরিয়তপুর জেলা) নড়িয়া থানাধীন শিরঙ্গল গ্রামে, মৃত্যু: ১৬ ফেব্রুয়ারি, ২০০৩, ঢাকায়); তিনি একজন বাংলাদেশী গ্রন্থকার।[১] তিনি ১৯৪৬ সালে, মাত্র বিশ বছর বয়সে রচনা করেন বিখ্যাত উপন্যাস 'সূর্য দীঘল বাড়ী' এবং এটি প্রকাশ করা হয় ১৯৫৫ সালে কলকাতা থেকে,[১] এটি একটি সামাজিক উপন্যাস। উপন্যাস সূর্য দীঘল বাড়ি (১৯৫৫)[২] - চলচ্চিত্ররূপ - ১৯৭৯[৩] পদ্মার পলিদ্বীপ (১৯৮৬, সামাজিক উপন্যাস) 'জাল (১৯৮৮, গোয়েন্দা উপন্যাস) গল্প হারেম (১৯৬২) মহাপতঙ্গ (১৯৬৩)


Related Question

'পদ্মার পলিদ্বীপ' - কার রচনা

জহির রায়হান

মাহবুবুল হক

আবু ইসহাক

আবু জাফর ওবায়দুল্লাহ

কোনটি পদ্মার শাখা নদী?

আড়িয়াল খাঁ

ভৈরব

করতোয়া

কর্ণফুর্লী

কোনটি পদ্মার শাখা নদী নয়?

মাথা ভাঙ্গা

গড়াই

মধুমতি

কোনটিই নয়