'পায়ের আওয়াজ পাওয়া যায়' কাব্যনাটকের রচয়িতা কে?

শামসুর রাহমান

আল মাহমুদ

সৈয়দ শামসুল হক

আব্দুল্লাহ আল মামুন


Description (বিবরণ) :

প্রশ্ন: 'পায়ের আওয়াজ পাওয়া যায়' কাব্যনাটকের রচয়িতা কে?

ব্যাখ্যা:

এটি মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম কাব্যনাট্য।

এর রচিয়তা বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক হিসেবে পরিচিত সৈয়দ শামসুল হক।


Related Question

‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটির রচয়িতা কে?

নবীনচন্দ্র সেন

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

মনমোহন বসু

সৈয়দ শাসমুল হক

'পায়ের আওয়াজ পাওয়া যায়' - কোন জাতীয় রচনা?

উপন্যাস

ছোটগল্প

কবিতাগ্রন্থ

নাটক

”পায়ের আওয়াজ পাওয়া যায়” কাব্যনাট্যের মৌল বিষয় কি?

মুক্তিযুদ্ধ

গৃহযুদ্ধ

বিশ্বযুদ্ধ

ভাষা আন্দোলন

"পায়ের আওয়াজ পাওয়া যায়" নাটকটি কার রচনা?

রশীদ করিম

সৈয়দ শামসুল হক

নুরুল মোমেন

সেলিনা হোসেন

'পায়ের আওয়াজ পাওয়া যায়' -গ্রন্থটির লেখক কে?

মহাদেব সাহা

সৈয়দ শামসুল হক

মুহাম্মদ জাফর ইকবাল

শওকত ওসমান

”পায়ের আওয়াজ পাওয়া যায়”-- কার লেখা?

আব্দুল মান্নান সৈয়দ

সৈয়দ শামসুল হক

আবদুল্লাহ আল মামুন

শওকত ওসমান