'স্বভাব কবি ' বলা হয় কাকে?

সত্যেন্দ্রনাথ দত্ত

বিহারীলাল চক্রবর্তী

নবীনচন্দ্র সেন

গোবিন্দচন্দ্র দাস


Description (বিবরণ) :

প্রশ্ন: 'স্বভাব কবি ' বলা হয় কাকে?

ব্যাখ্যা:

'স্বভাব কবি ' বলা হয় গোবিন্দচন্দ্র দাসকে।

গোবিন্দচন্দ্র দাস (১৬ জানুয়ারি, ১৮৫৫ - ১ অক্টোবর, ১৯১৮) একজন বাঙালি স্বভাব কবি ।

তিনি রবীন্দ্রনাথের সমসাময়িক কবিদের মধ্যে একজন। তিনি ময়মনসিংহ এর অধিবাসী ছিলেন । এঁর কোন কোন কবিতায় পূর্ববঙ্গের স্থানকালের ছাপ আছে ।