'সতী ময়না ' ও ' লোরচন্দ্রানী" আখ্যানের রচয়িতা কে?

দৌলত কাজী

শাহ মুহম্মদ সগীর

সৈয়দ সুলতান

সৈয়দ হামজা


Description (বিবরণ) :

প্রশ্ন: 'সতী ময়না ' ও ' লোরচন্দ্রানী" আখ্যানের রচয়িতা কে?

ব্যাখ্যা:

'সতী ময়না ' ও ' লোরচন্দ্রানী" আখ্যানের রচয়িতা দৌলত কাজী।

দৌলত কাজী (কাজী দৌলত নামেও পরিচিত), ছিলেন মধ্যযুগের একজন বাঙালি কবি। তিনি ১৭শ শতাব্দীর প্রারম্ভে কোন এক সময় চট্টগ্রাম জেলার রাউজানে সুলতানপুরের কাজী পাড়ায় জন্ম গ্রহণ করেন।

তিনি আরাকান রাজসভার কবি ছিলেন, যদিও তার লেখার ভাষা ছিলো বাংলা। মধ্যযুগের অন্যান্য কবিদের মত তার কাজে তার পৃষ্ঠপোষক সম্পর্কে বর্ণনা থাকলেও নিজের সম্পর্কে তিনি কিছুই লিপিবদ্ধ করে যাননি।

তিনি "সতী ময়না ও লোর চন্দ্রানী" কাব্য রচনা করে বাংলার শক্তিমান কবিদের মাঝে নিজের অবস্থান করে নিয়েছেন।


Related Question

সতীদাহ প্রথা কবে রহিত হয়?

১৮১৯ সালে

১৮২৯ সালে

১৮৩৯ সালে

১৮৪৯ সালে

কে সতীদাহ প্রথা রহিত করেন?

লর্ড রিপন

লর্ড মিন্টো

লর্ড ডালহৌসী

লর্ড বেন্টিঙ্ক

সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাস করেন কে?

লর্ড ক্যানিং

লর্ড রিপন

লর্ড কার্জন

লর্ড বেন্টিঙ্ক

‘সতীশ শব্দটির সন্ধি-বিচ্ছেদ কোনটি ?

সতি+ ইশ

সতি+ ঈশ

সতী+ ইশ

সতী+ ঈশ

'সতী ময়না-লোর চন্দ্রানী'র রচয়িতা-

শাহ মুহম্মদ সগীর

দৌলত উজির বাহরাম খান

আলাওল

দৌলত কাজী

সতীদাহ প্রথা রহিত হয় কোন সালে?

১৮২৯ সালে

১৮৩০ সালে

১৮৩১ সালে

১৮৩৯ সালে