'সিংহাসন' শব্দটি কোন সমাস?

ষষ্ঠী তৎপুরুষ

মধ্যপদলোপী কর্মধারয়

নিমিত্তার্থে চতুর্থী

নিত্য সমাস


Description (বিবরণ) :

প্রশ্ন: 'সিংহাসন' শব্দটি কোন সমাস?

ব্যাখ্যা: মধ্যপদলোপী কর্মধারয় - যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন: সিংহ চিহ্নিত আসন = সিংহাসন, সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা, স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ, ব্রাহ্মণ ধর্মীয় প্রধান পুরোহিত = ব্রাহ্মণ পুরোহিত, জগতের রক্ষাকারী ঈশ্বর = জগদীশ্বর ।


Related Question

বত্রিশ সিংহাসনের রচয়িতা কে?

গোলকনাথ শর্মা

রাম রাম বসু

মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

মদন মোহন তর্লালঙ্কার

দিল্লীর সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান নারী সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন ?

কুতুবুদ্দিন আইবেক

শামসুদ্দিন ইলতুতমিশ

গিয়াসউদ্দিন বলবন

মুহম্মদ বিন তুঘলক

' বত্রিশ সিংহাসন' কার রচনা?

মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

রামরাম বসু

বিদ্যাসাগর

রাজীব লোচন মুখোপাধ্যায়

ময়ূর সিংহাসন নির্মাণ করেন--

সম্রাট শাহজাহন

তুঘলোক

সম্রাট আকবর

আওরঙ্গজেব

'সিংহাসন' শব্দটি কোন সমাসের উদাহরণ?

দ্বন্দ্ব

তৎপুরুষ

কর্মধারয়

বহুব্রীহি

ব্রিটেনের রাজা যিনি একজন সাধারণ মহিলাকে বিবাহ করার জন্য রাজ সিংহাসন হারান--

পঞ্চম এডওয়ার্ড

ষষ্ঠ এডওয়ার্ড

সপ্তম এডওয়ার্ড

অষ্টম এডওয়ার্ড