বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?

রামায়ণ

মহাভারত

মনসামঙ্গল

চর্যাপদ


Description (বিবরণ) :

প্রশ্ন: বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?

ব্যাখ্যা:

বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক 1907 সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কৃত হয় । চর্যাপদের পুঁথিগুলো 1916 সালে 'বঙ্গীয় সাহিত্য পরিষদ 'থেকে বই আকারে প্রকাশিত হয় । চর্যাপদের প্রথম পদটির রচয়িতা লুইপা এবং সবচেয়ে বেশি পদ (১৩) রচনা করেন কাহ্ন পা ।


Related Question

'সবুজ পত্র' বাংলা ভাষা ও সাহিেত্য কী হিসেবে পরিচিত?

একটি বিখ্যাত কাব্যগ্রন্থ

এক শ্রেণীর লেখকদের আলোচিত রচনা সংকলন

বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা

অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস ও নাটক

'সবুজ পত্র' বাংলা ভাষা ও সাহিত্যে কি হিসেবে পরিচিত?

বিখ্যাত একটি কাব্যগ্রন্থ

এক শ্রেণীর লেখকদের আলোচিত রচনা সংকলন

বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা

অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস ও নাটক