যদি পড়ন্ত বস্তুর অতিক্রান্ত দুরত্ব h হয় এবং সময় t হয়, তাহেল--

ht2

ht

h1/t

h1/t2


Description (বিবরণ) :

প্রশ্ন: যদি পড়ন্ত বস্তুর অতিক্রান্ত দুরত্ব h হয় এবং সময় t হয়, তাহেল--

ব্যাখ্যা: ড়ন্ত বস্তুর সূত্রাবলি: পড়ন্ত বস্তু সম্পর্কে গ্যালিলিও তিনটি সূত্র প্রদান করেন। সূত্রগুলো একমাত্র স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। বস্তুর পড়ার সময় স্থির অবস্থান থেকে পড়বে, এর কোনো আদিবেগ থাকবে না। বস্তু বিনা বাধায় মুক্তভাবে পড়বে অর্থাৎ এর ওপর অভিকর্ষজ বল ছাড়া অন্য কোনো বল ক্রিয়া করবে না। যেমন—বাতাসের বাধা কাজ করবে না। প্রথম সূত্র : স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সব বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। দ্বিতীয় সূত্র : স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে (t) প্রাপ্ত বেগ (v) ওই সময়ের সমানুপাতিক। তৃতীয় সূত্র : স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব (h) অতিক্রম করে, তা ওই সময়ের (t) বর্গের সমানুপাতিক।


Related Question

সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে -----

ট্রান্সফরমার

জেনারেটর

স্টোরেজ ব্যাটারি

ক্যাপাসিটার

অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে যদি সুদের হার বৃদ্ধি পায় তবে বিনিয়োগ-

বৃদ্ধি পায়

হ্রাস পায়

অপরিবর্তিত থাকে

বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পায়