অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে যদি সুদের হার বৃদ্ধি পায় তবে বিনিয়োগ-
বৃদ্ধি পায়
হ্রাস পায়
অপরিবর্তিত থাকে
বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পায়
Description (বিবরণ) :
প্রশ্ন: অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে যদি সুদের হার বৃদ্ধি পায় তবে বিনিয়োগ-
ব্যাখ্যা:
অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে যদি সুদের হার বৃদ্ধি পায় তবে বিনিয়োগ হ্রাস পায়। সুদের হার বা আয়ের পরিবর্তন হলেও যে বিনিয়োগ স্থির থাকে তাকে স্বয়ম্ভূত বিনিয়োগ বলে। আয়, সুদের হার এবং অন্যান্য উপাদানের পরিবর্তন হেতু যদি বিনিয়োগের পরিবর্তন হয় তাকে বলে প্ররোচিত বিনিয়োগ। এই ধরনের বিনিয়োগ সুদের হার বাড়লে হ্রাস পায় কারণ ফার্মের মোট ব্যয় বাড়লে আবার সুদ উৎপাদন ব্যয়ের একটি অংশ। বিপরীত অবস্থায় প্ররোচিত বিনিয়োগ বাড়ে ।
Related Question
যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো হলো-----
লাল, হলুদ, নীল
লাল, কমলা, বেগুনী
হলুদ, সবুজ, নীল
লাল, নীল, সবুজ
সূর্য ও অন্যান্য গ্রহের উচ্চতা পরিমাপক যন্ত্র-
ফ্যাদোমিটার
সেক্সট্যান্ট
ক্রনমিটার
ট্যাক্টোমিটার
বাংলাদেশের মুদ্রা টাকা-এর সাথে পৃথিবীর অন্যান্য মুদ্রার বিনিময় হার কে বির্ধারণ করে?
বাংলাদেশ ব্যাংক
আন্তর্জাতিক ব্যাংক
সোনালী ব্যাংক
ঢাক স্টক এক্সচেঞ্জ
কোন বনভূমি থেকে প্রতি বছর বিপুল পরিমাণে মধু, মোম ও অন্যান্য সামগ্রী সংরক্ষণ করা হয়?
গজারী বন
ম্যানগ্রোভ বন
পাহাড়ী বন
শালবন
পানিতে কিসের পরিমাণ কমে গেলে মাছ ও অন্যান্য জলজ প্রাণি মরে যায়?
H2 (Hydrogen)
O2 (Oxygen)
N2 (Nitrogen)
CO2 (Carbon dioxide)
'আইন' অর্থ কোন আইন, আধ্যাদেশ, আদেশ, বিধি, প্রবিধান, উপ-আইন, বিজ্ঞপ্তি ও অন্যান্য আইনগত দলিল এবং বাংলাদেশে আইনের ক্ষমতাসম্পন্ন যে কোনো প্রথা বা রীতি ---আইনের এ ব্যাখ্যা কোথায় প্রদান করা হয়েছে?
The General Clauses Act, 1897
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে
The Code of Civil Procedure, 1908 -এ
The Civil Courts Act, 1887-এ