চর্যাপদ আবিষ্কার হয় কোন দেশ থেকে?
চীন
নেপাল
মায়ানমার
ভারত
Description (বিবরণ) :
প্রশ্ন: চর্যাপদ আবিষ্কার হয় কোন দেশ থেকে?
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যের পাচীন যুগের একমাত্র নিদর্শন ‘চর্যাপদ'। ‘চর্যাপদ’ হলো গানের সংকলন । মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজগ্রন্থশালা তথা নেপালের রয়েল লাইব্রেরি থেকে ১৯০৭ খ্রিস্টাব্দে ‘চর্যাপদ’ আবিস্কার করেন।
Related Question
"চর্যাপদ" কোথা থেকে আবিষ্কৃত হয়েছে?
তিব্বত
বাংলাদেশ
নেপাল
ভারত
'চর্যাপদ' কোন ধর্মাবলম্বীদের সাহিত্য ?
সনাতন হিন্দু
সহজিয়া বৌদ্ধ
জৈন
হরিজ
কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
পাল
সেন
মুঘল
তুর্কী
'চর্যাপদ' প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
বঙ্গীয় সাহিত্য পরিষদ
শ্রীরামপুর মিশন
এশিয়াটিক সোসাইটি
ফোর্ট উইলিয়াম কলেজ
বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন 'চর্যাপদ' --এর আবিষ্কারক----
ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ
ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
হরপ্রসাদ শাস্ত্রী
ডক্টর সুকুমার সেন
চর্যাপদ কোথা থেকে আবিস্কৃত হয়?
নেপালের ধর্মশালা থেকে
বাকুড়ার এক গোয়াল ঘর থেকে
তিব্বতের ধর্মশালা থেকে
নেপালের রাজ গ্রন্থশালা