স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত উপন্যাস কোনটি ?

যোগাযোগ

নন্দিত নরকে

আগুনের পরশমনি

ব্যাথার দান


Description (বিবরণ) :

প্রশ্ন: স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত উপন্যাস কোনটি ?

ব্যাখ্যা:

ঢাকায় গেরিলা অপারেশনের দুঃসাহাসিক বর্ণনা, গেরিলাদের গোপন তৎপরতা, স্বাধীনতা সমর্থনকারী ও বিরোধিতাকারী কিছু চরিত্র উপস্থাপন করে ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ রচনা করেন মুক্তিযুদ্ধভিতিক উপন্যাস ‘আগনের পরশমণি'। অপরিচিত গেরিলা মুক্তিযোদ্ধা বদিউল আলমকে আশ্রয় দেন মতিন সাহেব নামে একজন ভদ্রলোক। এভাবেই উপন্যাসটির কাহিনী শুরু হয়েছে। বদিউলের সঙ্গে ঐ ভদ্রলোকের কন্যার মানবিক দুর্বলতা প্রকাশিত হয় যুদ্ধকালীীন পরিবেশেই।


Related Question

'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়' চরণটি কার রচনা?

ঈশ্বরচন্দ্র গুপ্ত

মধুসূদন দত্ত

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল?

২৬ মার্চ, ১৯৭১

১০ এপ্রিল, ১৯৭১

৬ সেপ্টেম্বর, ১৯৭১

১০ নভেম্বর, ১৯৭১

স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীন ছিল?

ব্রিটেন

ফ্রান্স

অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ড