বাগধারার অর্থ নির্ণয় করুন : “বক ধার্মীক”-

অতি ধার্মীক

উচ্ছৃঙ্খল

প্রাচীন পন্থি

ভন্ড


Description (বিবরণ) :

প্রশ্ন: বাগধারার অর্থ নির্ণয় করুন : “বক ধার্মীক”-

ব্যাখ্যা:

কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:

বক ধার্মিক ভণ্ড সাধু
বজ্র আঁটুনি ফস্কা গেরো অসার আস্ফালন
বর্ণচোরা/ বর্ণচোরা আম কপট ব্যক্তি
বসন্তের কোকিল সুসময়ের বন্ধু
বাঁ হাতের খেল / কাজ / ব্যাপার সহজ কাজ; অন্য অর্থে, ঘুষ গ্রহণ
বাগে পাওয়া আওতার মধ্যে পাওয়া
বাঘের দুধ/ চোখ দুঃসাধ্য বস্তু
বাজিয়ে দেখা পরখ করা
বাপের বেটা সাহসী
বামন হয়ে চাঁদে হাত অসম্ভব আশা পোষণ

Related Question

'গোঁফ-খেজুরে' -এই বাগধারার অর্থ কি?

আরামপ্রিয়

উদাসীন

নিতান্ত অলস

পরমুখাপেক্ষী

'কাকনিদ্রা'বাগধারার অর্থ কী?

অনিষ্ট চিন্তা

কপট নিদ্রা

অগভীর সতর্ক নিদ্রা

অলস নিদ্রা

'ঢাকের কাঠি' বাগধারার অর্থ------

সাহায্যকারী

তোষামুদে

বাদক

স্বাস্থ্যহীন লোক

বাগধারার অর্থ নির্নয় করুনঃ 'গোবর গনেশ'

বড়লোক

সাহায্যকারী

মূর্খ

কৃপন

' হাত-ভারি' বাগধারার অর্থ -----

দাতা

কম খরচে

দরিদ্র

কৃপণ

'হাত-ভারি' বাগধারার অর্থ-

দাতা

কম খরচে

দরিদ্র

কৃপণ