‘মুক্তিযুদ্ধ’ কোন ধরনের কর্মধারয় সমাস?

মধ্যপদলোপী

উপমেয়-উপমান

উপমান

কোনটিই নয়


Description (বিবরণ) :

প্রশ্ন: ‘মুক্তিযুদ্ধ’ কোন ধরনের কর্মধারয় সমাস?

ব্যাখ্যা: ‘মুক্তিযুদ্ধ' (মুক্তির জন্য যুদ্ধ) হলো চতুর্থী তৎপুরুষ সমাস। উল্লেখ্য, পূর্বপদের চতুর্থী বিভক্তি (কে, জন্য, নিমিত্ত ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। যেমনঃ মুক্তির নিমিত্তে বা জন্য যুদ্ধ • মুক্তিযুদ্ধ। অর্থাৎ ‘মুক্তিযুদ্ধ'কে ব্যাসবাক্য করতে গেলে = জন্য বা নিমিত্তে আসবেই। এজন্য মুক্তিযুদ্ধ হবে চতুর্থী তৎপুরুষ সমাস। এরকম আরো কিছু চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ হলোঃ বিয়ের জন্য পাগল = বিয়ে পাগল; বসতের নিমিত্তে বাড়ি বসতবাড়ি; আরামের জন্য কেদারা = আরামকেদারা।


Related Question

‘মুক্তিযুদ্ধ’ কোন সমাস?

সপ্তমী তৎপুরুষ

কর্মধারয়

তৃতীয়া তৎপুরুষ

চতুর্থী তৎপুরুষ

‘মুক্তিযুদ্ধ’ কোন ধরনের কর্মধারয় সমাস?

মধ্যপদলোপী

উপমেয় -উপমান

উপমান

উপমিত