‘মুক্তিযুদ্ধ’ কোন সমাস?
সপ্তমী তৎপুরুষ
কর্মধারয়
তৃতীয়া তৎপুরুষ
চতুর্থী তৎপুরুষ
Description (বিবরণ) :
প্রশ্ন: ‘মুক্তিযুদ্ধ’ কোন সমাস?
ব্যাখ্যা: মুক্তিযুদ্ধ = মুক্তির জন্য যুদ্ধ (চতুর্থী তৎপুরুষ)। পূর্বপদে চতুর্থী বিভক্তি (কে, জন্য, নিমিত্ত ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। যেমনঃ গুরুকে ভক্তি = গুরুভক্তি; আরামের জন্য কেদারা = আরামকেদারা; বসতের নিমিত্ত বাড়ি বসতবাড়ি; বিয়ের জন্য পাগল = বিয়েপাগল; তপের নিমিত্ত বন = তপোবন। এরূপঃ ছাত্রাবাস, ডাকমাশুল, চোষকাগজ, শিশুমঙ্গল, মুসাফিরখানা, হজ্বযাত্রা, মালগুদাম, মাপকাঠি, বালিকা - বিদ্যালয়, পাগলাগরদ, মরাকান্না, মাথারকাঁটা ইত্যাদি।
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা
কারিগরি শিক্ষা অধিদপ্তর (স্টোর কিপার) 05-03-2021
সম্পূর্ণ বিষয় একত্রে
Related Question
‘মুক্তিযুদ্ধ’ কোন ধরনের কর্মধারয় সমাস?
মধ্যপদলোপী
উপমেয়-উপমান
উপমান
কোনটিই নয়
‘মুক্তিযুদ্ধ’ কোন ধরনের কর্মধারয় সমাস?
মধ্যপদলোপী
উপমেয় -উপমান
উপমান
উপমিত