সাধারণ তাপমাত্রায় কোন মৌলিক ধাতু তরল অবস্থায় থাকে?
সীসা
পারদ
ক্যালসিয়াম
লিথিয়াম
Description (বিবরণ) :
প্রশ্ন: সাধারণ তাপমাত্রায় কোন মৌলিক ধাতু তরল অবস্থায় থাকে?
ব্যাখ্যা: পারদ একমাত্র মৌলিক ধাতু যা সাধারণ তাপমাত্রায় তরল থাকে এবং আয়োডিন অধাতু হওয়া সত্ত্বেও সাধারণ তাপমাত্রায় কঠিন থাকে।
Related Question
সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয়-----
সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার
সেপ্টেম্বর মাসের দ্বিতীয় বুধবার
সেপ্টেম্বর মাসের চতুর্থ মঙ্গলবার
সাধারণ ড্রাইসেলে ইলেকট্রোড হিসেবে থাকে------
তামার দন্ড ও দস্তার দন্ড
তামার পাত ও দস্তার পাত
কার্বন দন্ড ও দস্তার কৌটা
তামার দন্ড ও দস্তার কৌটা
ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন। কারণ এতে ----
বিশেষ ধরনের আকরিক ব্যবহার করা হয়েছে
সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে
লোহাকে টেম্পারিং করা হয়েছে
সব বিজাতীয় দ্রব্য বের করে দেয়া হয়েছে
শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে কারণ -----
সরকারি নির্দেশ
দূর থেকে চোখে পড়বে বলে
তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য
দেখতে সুন্দর লাগে
ছাতার কাপড়ের রং সাধারণত কালো হয় কেন?
ভালো লাগে তাই
ময়লা হয়না তাই
কালো রং তাপ শোষণ করে বলে
কোনটাই নয়
রান্না করার হাড়ি পাতিল সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয়। এর প্রধান কারণ -----
এটি হালকা ও দামে সস্তা
এটি সব দেশেই পাওয়া যায়
এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
এটি সহজে ভেঙ্গে যায় না এবং বেশি গরম সহ্য করতে পারে