ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?

বর্ণ

পদ

অক্ষর

ধ্বনি


Description (বিবরণ) :

প্রশ্ন: ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?

ব্যাখ্যা: ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক ও প্রধান উপকরণ। অর্থবহ ধ্বনির সমষ্টিই ভাষা। আর অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। যেমনঃ হাত, পা, নাক ইত্যাদি। যে সকল চিহ্নের দ্বারা উচ্চারিত ধ্বনিগুলোকে নির্দেশ করা হয় তাই বর্ণ। যেমনঃ অ, আ ইত্যাদি। ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। মানুষের কণ্ঠ নিঃসৃত শব্দকেই ধ্বনি বলা হয়। অর্থাৎ কোন ভাষার উচ্চারিত শব্দ বিশ্লেষণ করলে তার মধ্যে যে শব্দ পরমাণু বা শব্দের অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ পাওয়া যায় তাই ধ্বনি। এককথায়, শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি। ভাষার প্রতিটি ক্ষেত্রেই ধ্বনি আবশ্যক।


Related Question

বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক-

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

রবীন্দ্রনাথ ঠাকুর

প্রমথ চৌধুরী

রামসুন্দর ত্রিবেদী

বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি?

দশম থেকে চতুর্দশ শতাব্দী

একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী

দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী

ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী

সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ------

তৎসম ও অতৎসম শব্দের ব্যবহারে

ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে

শব্দের কথা ও লেখা রূপে

বাক্যের সরলতা ও জটিলতায়

সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য-----

বাক্যের সরল ও জটিল রূপে

শব্দের রূপগত ভিন্নতায়

তৎসম ও অতৎসম শব্দের ব্যবহারে

ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়

বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন 'চর্যাপদ' --এর আবিষ্কারক----

ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ

ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়

হরপ্রসাদ শাস্ত্রী

ডক্টর সুকুমার সেন