১৯৬৬ সালে বাঙালি জাতির মুক্তির সনদ ‘ছয় দফা’ দাবি কোথায় উথ্থাপন করা হয়?
ঢাকায়
লাহোরে
করাচীতে
চট্টগ্রামে
Description (বিবরণ) :
প্রশ্ন: ১৯৬৬ সালে বাঙালি জাতির মুক্তির সনদ ‘ছয় দফা’ দাবি কোথায় উথ্থাপন করা হয়?
ব্যাখ্যা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫ - ৬ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে বাঙালি জাতির মুক্তির সনদ নামে খ্যাত ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করেন।
Related Question
ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় ১৯৬৬ সালের---
ফেব্রুয়ারিতে
মে মাসে
জুলাই মাসে
আগস্টে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করা হয় ১৯৬৬ সালের -
জানুয়ারি মাসে
ফেব্রুয়ারি মাসে
জুলাই মাসে
আগস্ট মাসে
১৯৬৬ সালের ৬ দফার ত’টি দফা অর্থনীতি বিষয়ক ছিল?
৩টি
৪টি
৫টি
৬টি