কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকে?

অব্যয়ীভাব

বহুব্রীহি

দ্বন্দ্ব

কর্মধারয়


Description (বিবরণ) :

প্রশ্ন: কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকে?

ব্যাখ্যা: যে সমাসের পূর্বপদ ও পরপদ কারো অর্থ প্রাধান্য পায় না ,সমস্ত পদের অর্থ প্রাধান্য্য পায়, তাকে বহুব্রীহি সমাস বলে।


Related Question

'চাঁদের ন্যায় মুখ'= চাঁদমুখ। কোন সমাসের উদাহরণ ?

উপমিত কর্মধারয়

উপমান কর্মধারয়

মধ্যপদলোপী কর্মধারয়

বহুব্রীহি

জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত?

মধ্যপদলোপী কর্মধারয়

ষষ্ঠী তৎপুরুষ

পঞ্চমী তৎপুরুষ

উপমান কর্মধারয়

সমাসবদ্ধ শব্দ ' আনত' কোন সমাসের উদাহরণ?

বহুব্রীহি

কর্মধারয়

সুপসুপা

অব্যয়ীভাব

' আলোছায়া' পদটি কোন সমাসের অন্তর্গত?

দ্বন্দ্ব সমাস

অব্যয়ীভাব সমাস

তৎপুরুষ সমাস

কর্মধারয় সমাস

'জজ সাহেব' কোন সমাসের উদাহরণ?

দ্বিগু

কর্মধারয়

দ্বন্দ্ব

বহুব্রীহি

'কেবল দর্শন' ব্যাসবাক্যটি কোন সমাসের অন্তর্ভুক্ত?

অলুক তৎপুরুষ

নিত্যসমাস

উপমান কর্মধারয়

উপমিত কর্মধারয়