'কেবল দর্শন' ব্যাসবাক্যটি কোন সমাসের অন্তর্ভুক্ত?

অলুক তৎপুরুষ

নিত্যসমাস

উপমান কর্মধারয়

উপমিত কর্মধারয়


Description (বিবরণ) :

প্রশ্ন: 'কেবল দর্শন' ব্যাসবাক্যটি কোন সমাসের অন্তর্ভুক্ত?

ব্যাখ্যা:

নিত্যসমাস. যে সমাসে সমস্যমান পদগুলো নিত্যসমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না তাকে নিত্যসমাস বলে। তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলোর অর্থ বিশদ করতে হয়। যেমন : অন্য গ্রাম = গ্রামান্তর, কেবল দর্শন = দর্শনমাত্র, অন্য গৃহ = গৃহান্তর. (বিষাক্ত) কাল (যম) তুল্য (কাল বর্ণের নয়) সাপ = কালসাপ. তুমি, আমি ও সে = আমরা ।


Related Question

' সাবমেরিন কেবল' প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম?

অর্থ

ডাক ও টেলিযোগাযোগ

বিজ্ঞান ও প্রযুক্তি

পররাষ্ট্র

জন্মের পর হতে সন্তান কে কেবলমাত্র বুকের দুধ খাওয়ানো উচিত?

৩ মাস পর্যন্ত

৬ মাস পর্যন্ত

৯ মাস পর্যন্ত

১ মাস পর্যন্ত