আর্ন্তজাতিক অপরাধ আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত?

দি হেগ

জেনেভা

ন্যুরেন বাগ

টোকিও


Description (বিবরণ) :

প্রশ্ন: আর্ন্তজাতিক অপরাধ আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত?

ব্যাখ্যা:

1998 সালের 17 জুলাই স্বাক্ষরিত রোম চুক্তি এর মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়। 1 জুলাই 2002 রোম চুক্তি কার্যকর হবার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত যাত্রা শুরু করে। নেদারল্যান্ডের হেগে এর সদর দপ্তর অবস্থিত।


Related Question