কোন বাক্যটি শুদ্ধ?

তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দিলেন

তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন

তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ দিলেন

তিনি তোমার বিরুদ্ধে স্বাক্ষ দিলেন


Description (বিবরণ) :

প্রশ্ন: কোন বাক্যটি শুদ্ধ?

ব্যাখ্যা:

বিভিন্ন ক্ষেত্রে ভাষার অপপ্রয়োগ হতে পারে। যেমন:
১. শব্দ রূপান্তজাত অপপ্রয়োগ: দৈন্যতা, মাধুর্যতা, সমসাময়িক, উদ্ধেলিত, চোখের দৃষ্টিশক্তি, মাতাহারা।
২. শব্দদ্বিত্ব অপপ্রয়োগ : শুধু/কেমলমাত্র, অশ্রুজল, ঘামজল, ভুলত্রুটি, ভুলভ্রান্তি।
৩. সংখ্যাজাত অপপ্রয়োগ : ১ জুলাই/১লা জুলাই।
৪. বচনজাত অপপ্রয়োগ : বড় বড় মানুষরা সব, সকল/সমস্ত /সব যুদ্ধাপরাধীদের।
৫. নির্দেশকজাত অপপ্রয়োগ : এই লোকটি।
৬. সন্ধিজাত অপপ্রয়োগ : লজ্জাস্কর, ইতিমধ্যে, উল্লেখিত, দুরাবস্থা।
৭. সমাসজাত অপপ্রয়োগ : দেশ ও বিদেশে।
৮. উপসর্গজাত অপপ্রয়োগ : সুস্বাগতম, অক্লান্তি হীনভাবে, উপ - পরিচালক।
৯. বিভক্তিজাত অপপ্রয়োগ : আমাদেরকে, তাদেরকে, নারীদেরকে, বাড়িতে।
১০. প্রত্যয়জাত অপপ্রয়োগ : দৈন্যতা, দারিদ্রতা।
১১. চিহ্নজাত অপপ্রয়োগ : সুন্দরী বালিকা, আসমা অস্থিরা, অভাগিনী, কাঙালিনী।
১২. পক্ষজাত অপপ্রয়োগ : আমি অর্থাৎ হাসান জেনে শুনে ভুল করি না।
১৩. কারকজাত অপপ্রয়োগ : ছুরিতে, আমের কাননে।
১৪. বিসর্গজাত অপপ্রয়োগ : পুন:প্রচার।
১৫. সমোচ্চারিত অপপ্রয়োগ : তাড়া আমরাতলায় বসে আমরা খাওয়ার সময় মালির তারা খেয়েছে।
১৬. বাক্যজাত অপপ্রয়োগ : আমি স্বচক্ষে/নিজের চোখে।
১৭. বাচ্যজাত অপপ্রয়োগ : সূর্য পূর্বদিকে উদয় হয়।
১৮. এককথায় প্রকাশ অপপ্রয়োগ : চারিদিকে প্রদক্ষিণ, হাতে কলমে ব্যবহারিক শিক্ষা।
১৯. প্রবাদ অপপ্রয়োগ : স্বল্প বিদ্যা ভয়ংকরী।
২০. বাগধারা অপপ্রয়োগ : পাকা ধানে আগুন দেয়া।


Related Question

কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে?

সে বই পড়ছে

সে গভীর চিন্তায় মগ্ন

সে ঘুমিয়ে আছে

সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না

নিচের কোন বাক্যটি সঠিক?

আমার কথাই প্রমাণ হলো

আমার কথাই প্রমান হলো

আমার কথাই প্রমাণীত হলো

আমার কথাই প্রমাণিত হলো

কোন বাক্যটিতে ভুল নেই ?

দরিদ্রতা অভিশাপ

ফুল দেখতে সৌন্দর্য

ভুল লিখতে ভূল করো না

শনিতে অশনি দেখতে পেলাম

কোন বাক্যটি দ্বারা অনুরোধ বুঝায়?

তুই বাড়ি যা

ক্ষমা করা ঘোর অপরাধ

কাল একবার এসো

দূর হও

অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে?

ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল

কাজের পরিচয় ফলে বোঝা যায়

ফুলের গন্ধে ঘুম আসেনা একলা জেগে এই

আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস

কোন বাক্যটি শুদ্ধ?

He appeared at the examination

The more he gets, more he wants

We write with ink

He got the work being done