রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন?
করণ কারক
সম্প্রদান কারক
অপাদান কারক
অধিকরণ কারক
Description (বিবরণ) :
প্রশ্ন: রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন?
ব্যাখ্যা: যাকে স্বত্ত্ব ত্যাগ করে দান, অৰ্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে (সংস্কৃত নিয়মে) সম্প্রদান কারক বলে। বস্তু নয়, ব্যক্তিই সম্প্রদান করেন। যেমন: ভিখারীকে ভিক্ষা দাও। 'বাঙালা ব্যাকরণ' প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুনা এবং রামমোহন রায়, হরপ্রসাদ শাস্ত্রী, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী প্রমুখ পণ্ডিতবর্গ সম্প্রদান কারককে বাদ নিতে চেয়েছেন। কারণ, কর্মকারক দ্বারাই সম্প্রদান কারকের কাজ সম্পাদন করা যায়। তবে ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্প্রদান কারক বান সেয়ার বিপক্ষে ছিলেন।
Related Question
'শেষের কবিতা' রবীন্দ্রনাথ রচিত-----
কবিতার নাম
গল্প সংকলনের নাম
উপন্যাসের নাম
কাব্য সংকলনের নাম
রবীন্দ্রনাথের "শেষের কবিতা" কোন ধরনের গ্রন্থ?
কাব্য
নাটক
উপন্যাস
ছোটগল্প
রবীন্দ্রনাথ নোবেল পুরষ্কার পান-
১৯১৩ সালে
১৯০১ সালে
১৯৩০ সালে
১৯৪১ সালে
'ছবি ' কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রহন্থের অন্তর্ভুক্ত ?
সোনার তরী
পূরবী
বলাকা
পুনশ্চ
রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুস্কারর লাভ করেন--
১৯০৫ সালে
১৯১৩ সালে
১৯২৩ সালে
১৯২৫ সালে
বাংলাদেশ ছাড়া আর কোন দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের গান জাতীয় সংগীত হিসেবে নির্বাচিত করেছে?
নেপাল
ভারত
ভুটান
শ্রীলংকা