কাজ করার সামর্থ্যকে বলে -----

ক্ষমতা

কাজ

শক্তি

বল


Description (বিবরণ) :

প্রশ্ন: কাজ করার সামর্থ্যকে বলে -----

ব্যাখ্যা:

ব্যাখ্যাঃ যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে। কোন বস্তুর উপর বল প্রয়োগে যদি বস্তুটির সরণ ঘটে, তাহলে বল এবং বলের দিকে বলের প্রয়োগ বিন্দুর সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। একক সময়ে ব্যক্তি বা উৎসটি দ্বারা সম্পাদিত কাজের পরিমাণই হচ্ছে ক্ষমতা। সময়ের সাপেক্ষে কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে।

 

বস্তুর সরণ না হলে কাজের পরিমান ০।  


Related Question

কাজ করার সামর্থ্যকে বলে---

শক্তি

ক্ষমতা

কাজ

বল

কোন সাহিত্যিক হিটলারের প্যারা মিলিটারি বাহিনীতে কাজ করার কথা স্বীকার করেছেন?

এরিখ কালফেট

গুন্টার গ্রাস

নাগিব মাহফুজ

শ্রেক্সপিয়র

একজন শ্রমিকের ২০০ টাকা প্রমিত ব্যয়ে ১০ ঘণ্টায় একটি কাজ করার কথা ছিল। সে ২৪০ টাকা খরচ করে ৯ ঘণ্টায় কাজটি করলো। তার কার্য সম্পাদন সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক?

সে ফলপ্রসূ ছিল কিন্তু দক্ষ নয়

সে দক্ষ ছিল কিন্তু ফলপ্রসূ নয়

সে দক্ষ ও ফলপ্রসূ ছিল

সে না ছিল ফলপ্রসূ না ছিল দক্ষ