মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত ?
২৪ জোড়া
২৬ জোড়া
২৩ জোড়া
২৫ জোড়া
Description (বিবরণ) :
প্রশ্ন: মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত ?
ব্যাখ্যা:
বিজ্ঞানী স্ট্রাসবার্গার (Strasburger) (১৮৭৫) সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন। ১৮৮৮ সালে বিজ্ঞানী ওয়ালডেয়ার (Waldeyer) কোষ বিভাজনের প্রোফেজ দশায় প্রাপ্ত দণ্ডাকার গঠনের ক্রোমাটিনের নাম দেন ক্রোমোজোম। ১৯৩৩ সালে বিজ্ঞানী বোভেরি (Bovery) প্রমাণ করেন যে ক্রোমোজোমই বংশগতির ধারক ও বাহক। ১৯৩৫ সালে বিজ্ঞানী হেইজ (Heitz) সর্বপ্রথম ক্রোমোজোমের গঠনের বিস্তারিত বর্ণনা দেন। ১৯৬৬ সালে বিজ্ঞানী ডুপ্রো (Dupraw) ক্রোমোজোমের সূক্ষ্ম গঠন বর্ণনা করেন।
মানুষের ক্রোমোজোম ২৩ জোড়া। ২২ জোড়া অটোসোম আর ১ জোড়া সেক্স ক্রোমোজোম।
Related Question
'ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে কালি পড়ে' বলেছেনঃ
রবীন্দ্রনাথে ঠাকুর
প্রমথ চৌধুরী
মীর মোশাররফ হোসেন
ড. মুহাম্মদ শহীদুল্লাহ
একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?
২০৬
৩০৬
৪০৬
৫০৬
'মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর' - এই উক্তিটি কার রচনা?
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
শেখ ফজলল করিম
শামসুর রাহমান
মানুষের চোখের রঙ নিয়ন্ত্রন করে -
DNA
RNA
নিউক্লিয়াস
সেন্ট্রোমিয়ার
বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি?
বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
আইজ্যাক নিউটন
টমাস এডিসন
ভোল্টা
মানুষের ক্রোমোজমের সংখ্যা কত?
২০ জোড়া
২২ জোড়া
২৩ জোড়া
২৫ জোড়া