বেগম রোকেয়ার রচনা কোনটি?

ভাষা ও সাহিত্য

আয়না

লালসালু

অবরোধবাসিনী


Description (বিবরণ) :

প্রশ্ন: বেগম রোকেয়ার রচনা কোনটি?

ব্যাখ্যা:

অবরোধ - বাসিনী ভারতবর্ষের অগ্রণী নারীবাদী লেখিকা রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত একটি গ্রন্থ। বেগম রোকেয়ার অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকীর্তি হিসেবে বিবেচিত গ্রন্থটি ১৯৩১ সালে প্রকাশিত হয়। এতে তৎকালীন ভারতবর্ষীয় নারীদের বিশেষ করে মুসলমান ঘরের নারীদের সমাজের অবরোধপ্রথার জন্য যে অসুবিধায় পড়তে হত তা বর্ণিত হয়েছে।

"মতিচূর " "সুলতানার স্বপ্ন" " Sultana's dream' তার রচনা।  

প্রথম প্রকাশিত ছোট গল্প ' পিপাসা' 


Related Question

বেগম রোকেয়ার রচনা কোনটি?

আলোছায়া

কেয়ার কাঁটা

পদ্মরাগ

রূপছন্দা

কোন গ্রন্থখানি বেগম রোকেয়ার লেখা?

প্রপঞ্চ

দেয়াল

মৃত্যুক্ষুধা

মতিচুর

কোনটি বেগম রোকেয়ার রচনা ?

পদ্মরাগ

নারী

মাটির কান্না

অমরাবতী

বেগম রোকেয়ার রচনাকর্ম কোনটি?

অভাগীর স্বর্গ

বলাকা

মতিচূর

সাম্যবাদী

বেগম রোকেয়ার রচনা কোনটি ?

ভাষা ও সাহিত্য

লালসালু

আয়না

অবরোধবাসিনী

কোন গ্রন্থটি বেগম রোকেয়ার লিখিত নয়?

পদ্মাবতী

পদ্মরাগ

সুলতানার স্বপ্ন

মতিচূর