বেগম রোকেয়ার রচনা কোনটি?
আলোছায়া
কেয়ার কাঁটা
পদ্মরাগ
রূপছন্দা
Description (বিবরণ) :
প্রশ্ন: বেগম রোকেয়ার রচনা কোনটি?
ব্যাখ্যা:
বেগম রোকেয়ার লেখা একমাত্র উপন্যাস 'পদ্মরাগ' নারীবাদের বিভিন্ন ভাবনার প্রতিফলনের সাথে বাংলার লোক সংস্কৃতির অনেক স্বাক্ষর রয়েছে। সিদ্দিকা তথা পদ্মরাগ——— যার আসল নাম জয়নব বেগম রোকেয়ার নারীবাদী চেতনার এক বলিষ্ঠ প্রকাশ। এ উপন্যাসের পরিণতি পাঠককে ভাবায়, কাঁদায় ও চিন্তায় ভাসায় বৈকি?
Related Question
বেগম রোকেয়ার রচনা কোনটি?
ভাষা ও সাহিত্য
আয়না
লালসালু
অবরোধবাসিনী
কোন গ্রন্থখানি বেগম রোকেয়ার লেখা?
প্রপঞ্চ
দেয়াল
মৃত্যুক্ষুধা
মতিচুর
কোনটি বেগম রোকেয়ার রচনা ?
পদ্মরাগ
নারী
মাটির কান্না
অমরাবতী
বেগম রোকেয়ার রচনাকর্ম কোনটি?
অভাগীর স্বর্গ
বলাকা
মতিচূর
সাম্যবাদী
বেগম রোকেয়ার রচনা কোনটি ?
ভাষা ও সাহিত্য
লালসালু
আয়না
অবরোধবাসিনী
কোন গ্রন্থটি বেগম রোকেয়ার লিখিত নয়?
পদ্মাবতী
পদ্মরাগ
সুলতানার স্বপ্ন
মতিচূর