পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক------
ভরতচন্দ্র রায়
দৌলত কাজী
ফকির গরিবুল্লাহ।
আব্দুল হাকিম
Description (বিবরণ) :
প্রশ্ন: পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক------
ব্যাখ্যা: ফকির গরীবুল্লাহ (আনু. ১৬৮০ - ১৭৭০) এদেশের অষ্টাদশ শতাব্দীর একজন সাহিত্যিক। ফকির গরীবুল্লাহ হুগলি জেলার (তখনকার বর্ধমান এর অংশ) বালিয়া পরগনার হাফিজপুর গ্রামের অধিবাসী। গরীবুল্লাহ সম্পর্কে তেমন তথ্য পাওয়া যায় না। তাঁর পিতার নাম শাহ্ দুন্দীর (সাহা দুন্দি)। তথ্যের অভাবে গরীবুল্লাহ - এর সময় নির্ধারন করা দুরূহ। সাহিত্যকর্ম: তাঁর রচনা কোনগুলো তা নিয়েও মতবিরোধ আছে। তবে আমির হামজা প্রথম পর্ব তাঁর রচনা। ফকির গরীবুল্লাহ - এর ইউসুফ - জোলেখা নামে একটি কাব্যগ্রন্থ আছে। মুহম্মদ শহীদুল্লাহ মনে করেন, কাব্যটি ১৭৬৫ সালের পর রচিত। ঐতিহাসিকরা বলেন,আঠারো শতকের মধ্যভাগে ফকির গরীবুল্লাহ কয়েকটি পুঁথি রচনা করেন। সেগুলো হচ্ছে: ইউসুফ জোলেখা, আমির হামজা, সোনাভান ও সতয়পীরের পুঁথি। মৃত্যু: তাঁর মৃত্যুর কোনো সঠিক সাল, বা তারিখ পাওয়া যায় না।
Related Question
বটতলার পুঁথি বলতে বুঝায় -----
মধ্যযুগীয় কাব্যের হস্তলিখিত পাণ্ডুলিপি
বটতলা নামক স্থানে রচিত কাব্য
দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য
অবিমিশ্র দেশজ বাংলায় রচিত লোকসাহিত্য
দোভাষী পুঁথি বলতে কি বোঝায়?
দুই ভাষার রচিত পুঁথি
কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষার রচিত পুঁথি
তৈরি করা কৃতিম ভাষার রচিত পুঁথি
আঞ্চলিক বাংলায় রচিত পুঁথি
'ইউসুফ-জোলায়খা' পুঁথির রচয়িতা-
আলাওল
মাগন ঠাকুর
শাহ মুহম্মদ সগীর
বাহরাম খান
পুঁথি সাহিত্য বলতে বুঝি-
প্রেম বিষয়ক
হিন্দু মুসলিম সম্পর্ক বিষয়ক
ইসলামী চেতনা সম্পৃক্ত
নবী রাসূল সম্পর্কিত
হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছেন-
তিব্বত, নেপাল
ভূটান, সিকিম
কাশী, বেনারস
বোম্বে, জয়পুর
পুঁথি সাহিত্য বলতে বোঝায়--
প্রেমবিষয়ক সাহিত্য
হিন্দু-মুসলিম সম্পর্ক বিষয়ক সাহিত্য
ইসলামী চেতনা সম্পৃক্ত সাহিত্য
মহাপুরুষের জীবন সম্পর্কিত সাহিত্য