সাধু রীতি ও চলিতরীতির পার্থক্য কোন পদে বেশি?
ক্রিয়া ও অব্যয়
অব্যয় ও ক্রিয়া
সর্বনাম ও বিশেষ্য
ক্রিয়া ও সর্বনাম
Description (বিবরণ) :
প্রশ্ন: সাধু রীতি ও চলিতরীতির পার্থক্য কোন পদে বেশি?
ব্যাখ্যা: সাধু ও চলিত রীতির পার্থক্য সর্বনাম ও ক্রিয়া পদে বেশি পরিলক্ষিত হয় ।
Related Question
'পার হইয়া' এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তর করলে হবে?
পার হয়ে
পারায়ে
পেরিয়ে
পার হইয়ে
সাধুরীতির শব্দ কোনটি?
গ্রহ
গিন্নী
কলেজ
কেতাব
সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ------
তৎসম ও অতৎসম শব্দের ব্যবহারে
ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
শব্দের কথা ও লেখা রূপে
বাক্যের সরলতা ও জটিলতায়
সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য-----
বাক্যের সরল ও জটিল রূপে
শব্দের রূপগত ভিন্নতায়
তৎসম ও অতৎসম শব্দের ব্যবহারে
ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
কবিতার পংক্তিতে
গানের কলিতে
গল্পের কলিতে
নাটকের সংলাপে
সাধু ভাষা সাধারনত কোথায় অনুপযোগী?
কবিতা পঙক্তিতে
গানের কলিতে
গল্পের বর্ণনায়
নাটকের সংলাপে