‘চর্যাপদ’ মূলত:
কবিতার সংকলন
গানের সংকলন
প্রবন্ধের সংকলন
দেবী বন্দনা
Description (বিবরণ) :
প্রশ্ন: ‘চর্যাপদ’ মূলত:
ব্যাখ্যা: চর্যাপদ মূলত প্রাচীনতম পদের সংকলন। সাংকেতিক পদ্ধতিতে বৌদ্ধ সিদ্ধার্যগণ চর্যাপদের গীতিপদাবলি রচনা করেছিলেন। চর্যাপদ একটি গীতি সংকলন। এতে মোট ২৩ জন কবির মোট সাড়ে ছেচল্লিশটি পদ পাওয়া গেছে।
Related Question
‘চর্যাপদ’ কোন ছন্দে রচিত ?
অক্ষরবৃত্ত
মাত্রাবৃত্ত
স্বরবৃত্ত
কোনোটিই নয়
‘চর্যাপদ’ কোন যুগের কাব্য?
প্রাচীন যুগ
মধ্যযুগ
অন্ধাকর যুগ
আধুনিক যুগ
‘চর্যাপদ’ কোথা থেকে আবিষ্কৃত হয়েছে?
ভারত
নেপাল
বাংলাদেশ
ভুটান
‘চর্যাপদ’ আবিষ্কার করেন-
ড. মুহাম্মদ মহীদুল্লাহ
নীহারঞ্জজন রায়
হরপ্রসাদ সাস্ত্রী
আর সি মজুমদার
‘চর্যাপদ’ কত সালে আবিষ্কার হয়?
১৮০৭
১৯০৭
১৯০৯
১২০৭
‘চর্যাপদ’ রচনার উদ্দেশ্য কী ছিল?
নীতিচর্চা
ধর্মচর্চা
সাহিত্য চর্চা
অনুবাদ চর্চা