পদ্মা নদী কোথায় যমুনা নদীর সাথে মিলিত হয়?

নগরবাড়ি

গোয়ালন্দ

চাঁদপুর

ভৈরব


Description (বিবরণ) :

প্রশ্ন: পদ্মা নদী কোথায় যমুনা নদীর সাথে মিলিত হয়?

ব্যাখ্যা:

রাজবাড়ী জেলায় অবস্থিত গোয়ালন্দ তে মিলিত হয়েছে পদ্মা ও যমুনা নদী। অন্যদিকে চাঁদপুর এ মিলিত হয়েছে পদ্মা ও মেঘনা নদী।


Related Question

পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রের পরিচালক কে?

মানিক বন্দ্যোপাধ্যায়

মৃণাল সেন

গৌতম ঘোষ

সত্যজিৎ রায়

"পদ্মা নদীর মাঝি" উপন্যাসটি কার রচনা?

হুমায়ুন আজাদ

সুনীল গঙ্গোপাধ্যায়

মানিক বন্দ্যোপাধ্যায়

সমরেশ বসু

পদ্মা নদীর শাখা নদী কোনটি?

মাথাভাঙ্গা

ধলেশ্বরী

গোমতী

সুরমা

পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয়েছে---

মুন্সগঞ্জের নিকট

ভৈরবের নিকট

চাঁদপুরের নিকট

গোয়ালন্দের নিকট

”পদ্মা নদীর মাঝি” কি ধরনের রচনা?

উপন্যাস

ভ্রমণ কাহিনী

রম্যরচনা

নাটক

'পদ্মা নদীর মাঝি' কার লেখা ?

মানিক বন্দ্যোপাধ্যায়

মুনীর চৌধুরী

জহির রায়হান

মোতাহের হোসেন চৌধুরী

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়